স্টাফ রিপোর্টার \
ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর শৃঙ্খলা পরিবেশের মধ্য দিয়ে নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি—বার্ষিক নির্বাচন (২০২৫—২০২৭) সম্পন্ন হয়েছে। গত শনিবার (২৯ নভেম্বর) দিন ব্যাপী উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে একুশে টিভির নরসিংদী জেলা প্রতিনিধি মাখন দাস এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রাম পত্রিকা ও ইউএনবি’র জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ নির্বাচিত হন।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ—সভাপতি: দৈনিক গ্রামীণ দর্পণ এর সম্পাদক ও বাংলাদেশ বেতার এর জেলা প্রতিনিধি কাজী আনোয়ার কামাল, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি হলধর দাস, সহ—সাধারণ সম্পাদক: সাপ্তাহিক সোনালী বাংলাদেশ এর সম্পাদক মো. সোহেল এস হোসেন, কোষাধ্যক্ষ: দৈনিক নরসিংদীর বাণীর সম্পাদক মো. ফারুক মিয়া, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির, দপ্তর সম্পাদক: ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন (দৈনিক যায়যায়দিন— জেলা প্রতিনিধি), এ টি এম মোস্তফা বাবর (সম্পাদক, দৈনিক নরসিংদী সারাদিন) ও মো. জাকির হোসেন ভূঁঞা (দৈনিক আমার বার্তা— জেলা প্রতিনিধি)।
শনিবার সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে নরসিংদী প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬১ টি ভোটের মধ্যে ৫৬টি ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মাখন দাস পেয়েছেন ৪৩ ভোট ভোট ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. হুমায়ুন কবীর শাহ পেয়েছে ১৩ ভোট। নির্বাচনে মাখন দাস ৩০ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছে। আর সাধারণ সম্পাদক পদে আসাদুল হক পলাশ ২৭ ভোট, সেলিম মিয়া ১৯ ভোট ও কামরুল ইসলাম কামাল পেয়েছেন ১০ ভোট। নির্বাচনে আসাদুল হক পলাশ ৮ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এম.এ. মোমেন মিয়া ও অ্যাডভোকেট খন্দকার মেহেদী হাসান।
Leave a Reply